বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম এবং ক্রমবর্ধমান অত্যাচার অব্যাহত । সূত্রের খবর, গত 2019 এর তুলনায় 2020 তে এই আক্রমণ ও অত্যাচার এর ঘটনা প্রায় 20% বৃদ্ধি পেয়েছে।
প্রত্যেক বছরের মতো 2020 তেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরিকল্পনা মাফিক আক্রমণ চালানো হিন্দুদের উপর। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের দারা হিন্দুদের উপর আক্রমনে 2020 তে মারা যায় 149 জন হিন্দু । এছাড়া খুনের হুমকি দেওয়া হয়েছে আনুমানিক 201টি হিন্দু পরিবারকে ।
একশো ছেচল্লিশ টি খুনের প্রচেষ্টার খবরও পাওয়া গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ।
কলেজ, বিশ্ববিদ্যালয়, সহ ভিন্ন এলাকায় ও জায়গায় হিন্দুদের উপর পরিকল্পিত আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণের মূল লক্ষ ছিল হিন্দু মেয়েরা । বিগত বছরে এই ধরণের ঘটনার 7037 টি নজির পাওয়া গেছে ।
গত এক বছরে 61জন হিন্দু সম্পূর্ণ ভাবে নিরুদ্দেশ হয়ে যায়, আর এর মধ্যে 80% হিন্দু নারী ।
বাংলাদেশে হিন্দু অর্থনীতি খতম করার অনন্য নজির :
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্পত্তির উপর আনুমানিক 250 টি হামলা হয়েছে আর এর ফলে মোট হিন্দু সম্পত্তির ক্ষতির পরিমান আনুমানিক 1322 কোটি, 21 লক্ষ, 93 হাজার টাকা । ছোট বড় হিন্দু ধর্ম স্থানে মুসলিমদের আক্রমণ গত বছর 450 ছাড়িয়ে গেছে । তিনশো সত্তরটি হিন্দু দেব দেবীর মূর্তি ভাঙার খবরও এসেছে।